আগস্ট ২২, ২০২৫, ০৮:২৬ পিএম
অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি কমাতে জাপানের মধ্যাঞ্চলের শহর তোয়োয়াকে সিটি দৈনিক সর্বোচ্চ দুই ঘণ্টা স্মার্টফোন ব্যবহারের প্রস্তাব দিয়েছে। এটি কোনো বাধ্যতামূলক আইন নয়, বরং একটি স্বেচ্ছামূলক নির্দেশনা।
শুক্রবার (২২ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, মেয়র মাসাফুমি কোকি জানান, এই উদ্যোগের লক্ষ্য হলো অতিরিক্ত ডিভাইস ব্যবহারের কারণে সৃষ্ট ঘুমের সমস্যাসহ অন্যান্য স্বাস্থ্যগত ঝুঁকি এড়ানো। প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাত ৯টার পর এবং মাধ্যমিক ও এর উপরের শিক্ষার্থীদের রাত ১০টার পর স্মার্টফোন ব্যবহার না করতে বলা হবে।
তবে এই প্রস্তাব অনলাইনে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে 'অবাস্তব' আখ্যা দিয়ে মন্তব্য করেছেন, "উদ্দেশ্য ভালো হলেও দিনে মাত্র দুই ঘণ্টা ব্যবহার করা অসম্ভব।" অনেকে আবার বলেছেন, স্মার্টফোন ব্যবহারের মতো অভ্যাস পরিবারের নিজস্ব সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া উচিত।
সমালোচনার মুখে মেয়র কোকি স্পষ্ট করে বলেন, এটি কেবল একটি স্বেচ্ছামূলক নির্দেশনা। তিনি বলেন, "আমরা স্বীকার করি যে দৈনন্দিন জীবনে স্মার্টফোন প্রয়োজনীয় ও অপরিহার্য।" আগামী সপ্তাহে সিটি কাউন্সিল এই প্রস্তাব নিয়ে আলোচনা করবে এবং অনুমোদন পেলে এটি অক্টোবরে কার্যকর হবে।
প্রসঙ্গত, এর আগে ২০২০ সালে জাপানের পশ্চিমাঞ্চলীয় কাগাওয়া প্রদেশে শিশুদের জন্য ভিডিওগেম ব্যবহারে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। চলতি বছরের মার্চে একটি জরিপে দেখা গেছে, জাপানি কিশোররা গড়ে সপ্তাহের কর্মদিবসে অনলাইনে পাঁচ ঘণ্টারও বেশি সময় কাটায়।