শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

পুলিশি বাধায় হয়নি সংখ্যালঘু সম্মেলন, কারণ জানাল পুলিশ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২২, ২০২৫, ১০:১০ পিএম

পুলিশি বাধায় হয়নি সংখ্যালঘু সম্মেলন, কারণ জানাল পুলিশ

ছবি- সংগৃহীত

পূর্বনির্ধারিত 'জাতীয় সংখ্যালঘু সম্মেলন-২০২৫' শুক্রবার (২২ আগস্ট) পুলিশের বাধায় অনুষ্ঠিত হতে পারেনি। 'সংখ্যালঘু অধিকার আন্দোলন'র উদ্যোগে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টায় এই সম্মেলন হওয়ার কথা ছিল। তবে পুলিশ জানিয়েছে, আয়োজকদের কাছে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় অনুমতি ছিল না, সে কারণেই তাদের কর্মসূচি করতে দেওয়া হয়নি।

শুক্রবার সকাল থেকেই তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) হান্নানের নেতৃত্বে পুলিশের সদস্যরা কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে অবস্থান নেন। পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে 'সংখ্যালঘু অধিকার আন্দোলন'-এর আহ্বায়ক সুস্মিতা করের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা সেখানে এলে পুলিশ তাদের ভেতরে প্রবেশে বাধা দেয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন গণমাধ্যমকে বলেন, "উদ্যোক্তারা যথাসময়ে ও যথাস্থানে অনুমতির আবেদন জমা এবং অনুমোদন নিতে পারেনি। এ কারণে এখানে কর্মসূচি করতে দেওয়া গেল না।" তিনি আয়োজকদের পরবর্তীতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নতুন করে আবেদন করার জন্য বলেন।

অন্যদিকে, 'সংখ্যালঘু অধিকার আন্দোলন'-এর আহ্বায়ক সুস্মিতা কর জানান, "অনিবার্য কারণবশত এই জাতীয় সংখ্যালঘু সম্মেলন স্থগিত করতে হয়েছে। পরে সম্মেলনের পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।" তিনি আরও বলেন, "এভাবে কর্মসূচি থামানো যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।"