মো: ফাহিম সরকার
আগস্ট ২২, ২০২৫, ০৮:০৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরামপুর উপজেলায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জেলা শাখার আয়োজনে এক সংগঠন সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২২ আগস্ট (শুক্রবার) বিকেল ৩টায় বিরামপুর ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক ও দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মুহা. শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. আ. বাসেত মারজান এবং বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক।
সভায় বক্তৃতাকালে অধ্যক্ষ মুহা. শহিদুল ইসলাম বলেন, “আমার বাংলাদেশ পার্টি একটি ব্যতিক্রমধর্মী রাজনৈতিক দল। এ দলে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক বা দুর্নীতির স্থান নেই।”
অনুষ্ঠানে বিরামপুর উপজেলা শাখায় মো. আবু বক্কর সিদ্দিককে আহ্বায়ক এবং ফারুকী ই আজমকে সদস্য সচিব করে ৫৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে, আমার বাংলাদেশ যুব পার্টির বিরামপুর উপজেলা শাখায় মাহামুদুল ইসলাম সুমনকে আহ্বায়ক ও সামিউল ইসলামকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটিও ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে এবি পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।