আগস্ট ২২, ২০২৫, ০৭:০৯ পিএম
আইসিসি নারী বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক ম্যাচে বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলকে দুই ভাগে ভাগ করে বিসিবি অনূর্ধ্ব-১৫ বালকদের সঙ্গে খেলানো হচ্ছে। এই বিতর্কের মধ্যেই নাহিদা আক্তারের নেতৃত্বাধীন নারী সবুজ দল যুবাদের কাছে ৪১ রানে হেরেছে। এটি জাতীয় নারী দলের দ্বিতীয় পরাজয়। এর আগে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন লাল দলও তাদের কাছে হেরেছিল।
বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বিসিবি অনূর্ধ্ব-১৫ বালক দল ৩৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান করে। তাদের হয়ে খেয়াল রায় ওম ৮২ এবং ইরফান ৪৮ রান করেন। নারী সবুজ দলের হয়ে রাবেয়া খান ৩৩ রানে ৪ উইকেট নেন।
বৃষ্টি আইনে বাংলাদেশ নারী সবুজ দলের লক্ষ্য দাঁড়ায় ৩০ ওভারে ১৭৭ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে রুবাইয়া হায়দার ঝিলিকের ৫১ এবং সোবহানা মোস্তারির ৩৫ রানের ইনিংসের পরও সবুজ দল ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩৫ রান করতে সক্ষম হয়। দ্রুত উইকেট হারানোর পাশাপাশি রান রেট ধরে রাখতে ব্যর্থ হয় তারা।
নারী দলের হয়ে ওপেনার শারমিন আক্তার সুপ্তা (১) এবং দিলারা আক্তার (৬) দ্রুত আউট হয়ে যান। এরপর ঝিলিক ও সোবহানার ৭৬ রানের জুটি কিছুটা আশা দেখালেও শেষ পর্যন্ত তা যথেষ্ট ছিল না। বিসিবি অনূর্ধ্ব-১৫ ছেলেদের হয়ে মাহিন, আদিব এবং আব্দুল্লাহ প্রত্যেকে দুটি করে উইকেট নেন।