শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২২, ২০২৫, ১০:৩৯ এএম

ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

ছবি- সংগৃহীত

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৩টায় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে ওঠার দারুণ সুযোগ তৈরি হবে লাল-সবুজ জার্সিধারীদের।

এই টুর্নামেন্টের শুরুতেই ভারত তাদের প্রথম ম্যাচে নেপালকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। অন্যদিকে, বাংলাদেশও নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে পরাজিত করে শুভ সূচনা করেছে। শিরোপা জয়ের স্বপ্ন পূরণের জন্য এই টুর্নামেন্টে ভারতের মতো শক্তিশালী দলকে হারানো বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

 বাংলাদেশের সহকারী কোচ আবুল হোসেন জানিয়েছেন, ভারত ম্যাচ আরও কঠিন হবে। তিনি বলেন, "তারা একটি শক্তিশালী দল। আগের ম্যাচে আমরা কিছু ভুল খুঁজে পেয়েছি, সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে আমরা জিতব বলে আশা করছি।" তিনি জানান, মেয়েরা এই ম্যাচটিতে আরও ভালো করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।

 ভারত ম্যাচের পর আগামী ২৪ ও ২৭ আগস্ট পরপর দুই ম্যাচে বাংলাদেশ নেপালের বিপক্ষে লড়বে। এরপর ২৯ আগস্ট ভুটান ও ৩১ আগস্ট আবারও ভারতের মুখোমুখি হবে। বাংলাদেশের লক্ষ্য এই টুর্নামেন্টের শিরোপা জয় করা, যা ২০২৩ সালে আমন্ত্রিত দল রাশিয়ার কাছে হেরে তারা হাতছাড়া করেছিল।