আগস্ট ২২, ২০২৫, ০৬:২০ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম ও খুনের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী এবং এ দেশের মাটিতেই তার বিচার হতে হবে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে 'মায়ের ডাক' আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় এলে গুম-খুনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করবে এবং মানবতাবিরোধী অপরাধের জন্য তাদের বিচার করা হবে। তিনি আরও বলেন, 'গুম ও খুনের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী। এই দেশের মাটিতে তার বিচার অবশ্যই হতেই হবে। এমনকি সর্বোচ্চ শাস্তি হতে হবে।'
মির্জা ফখরুল বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুম-খুনের শিকার পরিবারের স্বজনদের কান্না বন্ধে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, গুম কমিশনের পাবলিকলি শুনানি করতেও তারা ব্যর্থ হয়েছে। তিনি গুম ও খুনের শিকার স্বজনদের কষ্টের কথা স্মরণ করে বলেন, "আন্দোলনে নামা অনেকেই গুম হয়ে গেল। এক পরিবারের সাতজন পর্যন্তও গুম হলো।"
বিএনপির মহাসচিব জানান, তারা গুম হওয়া ১৭০০ নেতাকর্মীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, যতদিন পর্যন্ত তারা দোষীদের শাস্তি দিতে না পারবেন, ততদিন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পাশে থাকবেন।