শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

‘বিয়ের পিঁড়িতে’ বসার গুঞ্জন, অথচ তামিম ব্যস্ত সিলেটে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২২, ২০২৫, ১১:১৩ এএম

‘বিয়ের পিঁড়িতে’ বসার গুঞ্জন, অথচ তামিম ব্যস্ত সিলেটে

ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের তরুণ ওপেনার তানজিদ তামিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জনটি শেষ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়েছে। অথচ এই খবর যখন ভাইরাল, তখন তিনি সিলেটের মাঠে অনুশীলনে ব্যস্ত ছিলেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সামাজিক মাধ্যমে তানজিদ তামিমের নামে খোলা একটি আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে তার বিয়ের বাগদান সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে নবপরিণীতার হাত ধরে তার একটি ছবিও ছিল। এরপরই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েকটি গণমাধ্যমও এই বিষয়ে সংবাদ প্রকাশ করে।

সংবাদকর্মীরা যখন সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনরত তামিমকে এই বিষয়ে অভিনন্দন জানাতে যান, তখন তিনি হেসে বলেন, "আরে ভাই, আমি এক বছর আগেই বিয়ে করেছি।" তখন পাশে থাকা নাজমুল হোসেন শান্তও মজা করে বলেন, "এক বছর আগে করছ, দেখাইছ এক বছর পর, তাহলে হবে?" এই ঘটনায় আরও কয়েকজন ক্রিকেটারও খুনসুটিতে মেতে ওঠেন।

আসলে, এটি ছিল তানজিদ তামিমের এক বছর আগের একটি ছবি। তিনি ব্যক্তিগত জীবনে বেশ লাজুক এবং নিজের স্ত্রীর নামও প্রকাশ করেননি। মাঠে আক্রমণাত্মক হলেও ব্যক্তিজীবনে তিনি খুবই শান্তশিষ্ট।

২৪ বছর বয়সী এই ক্রিকেটার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। জাতীয় দলে যোগদানের পর থেকে তিনি ২৬টি ওয়ানডেতে ৪টি ফিফটিসহ ৫৪৮ রান এবং ২৯টি টি-টোয়েন্টিতে ৫টি হাফসেঞ্চুরিসহ ৬৫৫ রান করেছেন। বর্তমানে তিনি নেদারল্যান্ডস সিরিজের জন্য সিলেটে অনুশীলন করছেন।