শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

গোবিন্দগঞ্জে ‍‍`পুষ্টিবন্ধু‍‍` প্রোগ্রামে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি

রকিবুল হাসান মুন্না

আগস্ট ২২, ২০২৫, ১১:০২ পিএম

গোবিন্দগঞ্জে ‍‍`পুষ্টিবন্ধু‍‍` প্রোগ্রামে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি

ছবি-দিনাজপুর টিভি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী 'পুষ্টিবন্ধু: আমার খাবার, আমার দায়িত্ব' শীর্ষক একটি প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ReEarth Club, BRUR-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সপ্তম ও অষ্টম শ্রেণির ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।

প্রোগ্রামের প্রথম দুই দিনে শিক্ষার্থীরা ফুড সিস্টেম, সুষম খাদ্যের গুরুত্ব, জাঙ্ক ফুডের ঝুঁকি, নিরাপদ স্কুল টিফিন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি ও খাদ্যব্যবস্থার সংকট সম্পর্কে ধারণা লাভ করে। সমাপনী দিনে তারা অভিভাবক ও অতিথিদের সামনে পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্যকর টিফিনের মডেল তুলে ধরে। পরে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোস্তফা। তিনি বলেন, "এই বয়সী শিক্ষার্থীদের সঠিক শারীরিক ও মানসিক বিকাশের জন্য পুষ্টিকর খাবারের বিকল্প নেই। এ বিষয়ে শুধু অভিভাবকদের নয়, শিক্ষার্থীদেরও সচেতন হওয়া প্রয়োজন।"

পুষ্টিবন্ধু প্রোগ্রাম কো-অর্ডিনেটর অনুশ্রী রায় জানান, তাদের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য ও খাদ্যাভ্যাস বিষয়ে সচেতন করা এবং একইসাথে তাদের মধ্যে নেতৃত্ব দানের মানসিকতা গড়ে তোলা। ReEarth Club-এর আহ্বায়ক তাসবীন শাকিব বলেন, এই প্রোগ্রামটি তরুণদের পরিবেশ, জলবায়ু ও সামাজিক ন্যায়ের বিষয়গুলোতে সম্পৃক্ত করার প্রচেষ্টারই একটি অংশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল রায়। অনুষ্ঠানটি অর্থায়ন করেছে Gobindagonj Organisation of Learning and Development (GOLD) এবং কৌশলগত সহযোগিতা করেছে SUN Youth Network Bangladesh।