শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

নবাবগঞ্জে ইউপি চেয়ারম্যানের অফিসে তালা দিলেন বিএনপি নেতারা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২২, ২০২৫, ১১:২১ পিএম

নবাবগঞ্জে ইউপি চেয়ারম্যানের অফিসে তালা দিলেন বিএনপি নেতারা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। চেয়ারম্যান আহসানুল কবির বাবুল শামিম-এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে বৃহস্পতিবার দুপুরে এই তালা মারা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান আহসানুল কবির বাবুল শামিম নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে স্থানীয় বিভিন্ন অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয় বিএনপি নেতারা এ অভিযোগের ভিত্তিতেই তার কার্যালয়ে তালা দিয়েছেন।

বিষয়টি সম্পর্কে অতিরিক্ত দায়িত্ব থাকা নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম অবগত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে, এই ঘটনার এক দিন আগে গত বুধবার একই উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নে ৩১২ জন উপকারভোগীর মাঝে ভি ডব্লিউ বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম স্থানীয় সচেতন জনতার হস্তক্ষেপে স্থগিত করা হয়। সেখানেও উপকারভোগী নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ আনা হয়েছে।