শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

ভ্রমণ নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন তাসনিম জারা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২২, ২০২৫, ১১:৪১ পিএম

ভ্রমণ নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন তাসনিম জারা

ছবি- সংগৃহীত

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের গুজব নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শুক্রবার (২২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি অভিযোগ করেছেন যে, তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

তাসনিম জারা জানান, তিনি নেপালে গিয়েছিলেন নেপাল সরকারের আমন্ত্রণে, 'নিরাপদ বাতাস' নিয়ে কথা বলতে। তার বক্তব্যের মূল বিষয় ছিল বায়ুদূষণ এবং স্বাস্থ্যের ওপর এর প্রভাব। তিনি বলেন, এই সফরে নেপালে কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে তার কোনো ধরনের যোগাযোগ বা বৈঠক হয়নি। তিনি এটিকে সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক বলে আখ্যায়িত করেন।

তিনি আরও বলেন, এই মাসেই তাকে নিয়ে মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছিল যে তিনি কক্সবাজারে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন। পরবর্তীতে যে মিডিয়া এই সংবাদ প্রচার করেছিল, তারাই নিজেদের ভুল স্বীকার করে নেয়।

তাসনিম জারা অভিযোগ করেন, তার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচারের উৎস হিসেবে বারবার গোয়েন্দা সংস্থাগুলোর নাম আসছে। তিনি প্রশ্ন তোলেন, গোয়েন্দা সংস্থার কাজ কি দেশের নিরাপত্তা নিশ্চিত করা, নাকি উদ্দেশ্যমূলকভাবে কুৎসা রটানো? তিনি বলেন, এসব মিথ্যা তথ্য ছড়ানোর পেছনে আওয়ামী স্বার্থ সংশ্লিষ্ট মিডিয়াগুলোর প্রধান ভূমিকা রয়েছে। তার মতে, তাকে 'বিদেশি শক্তির এজেন্ট' হিসেবে উপস্থাপন করার চেষ্টা চলছে।

দৃঢ় প্রত্যয়: ডা. তাসনিম জারা তার পোস্টে বলেন, এসব মিথ্যা দিয়ে তাকে দমানো যাবে না। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে সচেষ্ট থাকবেন এবং আশা করেন, শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে।