সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

হট ৬০ প্রো প্লাসের মাধ্যমে গিনেস রেকর্ডে নাম লেখালো ইনফিনিক্স

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৫, ২০২৫, ০৬:২৯ পিএম

হট ৬০ প্রো প্লাসের মাধ্যমে গিনেস রেকর্ডে নাম লেখালো ইনফিনিক্স

ছবি- সংগৃহীত

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হট ৬০ প্রো প্লাসের মাধ্যমে নতুন এক ইতিহাস রচনা করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আনুষ্ঠানিকভাবে এই ফোনটিকে বিশ্বের সবচেয়ে পাতলা ৩ডি–কার্ভড ডিসপ্লে–এর স্মার্টফোন হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর পুরুত্ব মাত্র ৫.৯৫ মিলিমিটার।

ইনফিনিক্সের এই অর্জন প্রমাণ করে যে, আধুনিক প্রযুক্তি শুধু শক্তিশালী নয়, এটি আভিজাত্যপূর্ণও হতে পারে। হট ৬০ প্রো প্লাস ফোনটির পাতলা ও টেকসই নকশা প্রকৌশলে নতুন মানদণ্ড স্থাপন করেছে, যা ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে প্রিমিয়াম অভিজ্ঞতা।

রেকর্ড গড়া এই নকশার পাশাপাশি ফোনটিতে রয়েছে শক্তিশালী কিছু বৈশিষ্ট্য। এর মূল শক্তি হলো জি২০০ প্রসেসর, যা মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করে। এতে আরও রয়েছে একটি ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়ে জীবনের সূক্ষ্ম মুহূর্তগুলো স্পষ্টভাবে ধারণ করা সম্ভব। ডিভাইসটির উজ্জ্বল অ্যামোলেড পর্দা ছবি ও ভিডিওকে করে তোলে প্রাণবন্ত। দ্রুত চার্জিং সুবিধা থাকায় ব্যবহারকারীরা দীর্ঘ সময় চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই সংযুক্ত থাকতে পারবেন।

পাতলা নকশা সত্ত্বেও হট ৬০ প্রো প্লাস স্থায়িত্বের দিক থেকেও বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এর মজবুত কাঠামো প্রতিদিনের ব্যবহারে শক্তি ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। দ্রুত চার্জিং প্রযুক্তির সঙ্গে যুক্ত রয়েছে বিশেষ সুরক্ষা ব্যবস্থা, যা রাতে চার্জ দেওয়ার সময় নিরাপত্তা নিশ্চিত করে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এই স্বীকৃতি ইনফিনিক্স হট ৬০ প্রো প্লাসকে এ বছরের অন্যতম উদ্ভাবনী এবং স্টাইলিশ স্মার্টফোন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।