মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

হোয়াটসঅ্যাপে যেভাবে কল শিডিউল করবেন, জেনে নিন পদ্ধতি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ১২:২৬ পিএম

হোয়াটসঅ্যাপে যেভাবে কল শিডিউল করবেন, জেনে নিন পদ্ধতি

ছবি- সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের জন্য একটি নতুন এবং অত্যন্ত প্রয়োজনীয় ফিচার চালু করেছে: 'কল শিডিউলিং'। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে থেকেই কল শিডিউল করে রাখতে পারবেন, যা বিশেষ করে অফিসের মিটিং বা গ্রুপ আলোচনার জন্য খুবই উপকারী। এই নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপকে জুম বা গুগল মিটের মতো প্ল্যাটফর্মগুলোর কাছাকাছি নিয়ে এসেছে।

হোয়াটসঅ্যাপে কল শিডিউল করার প্রক্রিয়াটি খুবই সহজ। নিচে ধাপে ধাপে পদ্ধতিটি দেওয়া হলো: ১. প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি খুলুন এবং কল ট্যাবে যান। ২. এরপর সেখানে আপনি একটি (+) আইকন বা 'কল' বোতাম দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন। ৩. ক্লিক করার পর, আপনি 'Schedule call' নামের একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করে আপনি একটি নতুন গ্রুপ কলের জন্য তারিখ, সময় এবং বিষয় সেট করতে পারবেন। ৪. কল শিডিউল করার পর, সেই গ্রুপের সকল সদস্য একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। ফলে নির্ধারিত সময়ে কল শুরু হওয়ার আগে সবাই সতর্ক থাকতে পারবেন এবং কারো কল মিস করার সম্ভাবনা কম থাকবে।

এই ফিচারটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বেশ কিছু সুবিধা নিয়ে এসেছে। প্রতিদিন হোয়াটসঅ্যাপে শত শত কোটি মেসেজ আদান-প্রদান হয় এবং অসংখ্য গ্রুপ থাকে। এই পরিস্থিতিতে কখন কোন মিটিং বা কল হবে, তার খবর রাখা কঠিন হয়ে পড়ে। কল শিডিউল করার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের সময়কে আরও ভালোভাবে পরিচালনা করতে পারবেন। এছাড়া, এটি অফিসের কাজ এবং ব্যক্তিগত মিটিংগুলোকে আরও সুসংগঠিত করতে সাহায্য করবে।