মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

বিএসএফ কর্তৃক আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে বিজিবি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৫, ২০২৫, ১১:২১ পিএম

বিএসএফ কর্তৃক আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে বিজিবি

ছবি- সংগৃহীত

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৫ আগস্ট) বিকেলে কুমিল্লা-১০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার গীতাবাড়ী সীমান্তে একটি পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে স্থানীয় পুলিশ ও বিএসএফ তাদের আটক করে। পরে বিএসএফ এ বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করে ফেরত প্রদানের উদ্যোগ নেয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন নওগাঁর মো. রাফি (২৫), চাঁদপুরের মো. আবুল বাশার (৫৫), ফেনীর এমদাদ হোসেন (২৭), সাইদুজ্জামান ভূঁঞা (২৯) এবং মো. গিয়াস উদ্দিন (৪০)। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের নাগরিকত্ব ও ঠিকানা যাচাই-বাছাই শেষে বিজিবি তাদের গ্রহণ করে।

অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক এই পাঁচজনকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।