সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

সাংবাদিক তুহিন হত্যা: ১১ দিনে আদালতে ৮ জনের চার্জশিট

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৫, ২০২৫, ০৬:০০ পিএম

সাংবাদিক তুহিন হত্যা: ১১ দিনে আদালতে ৮ জনের চার্জশিট

ছবি- সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার তদন্ত শেষে মাত্র ১১ কর্মদিবসের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। সোমবার (২৫ আগস্ট) দুপুরে জিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) মো. রবিউল হাসান।

ডিসি মো. রবিউল হাসান জানান, গত ৭ আগস্ট গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছিল সাংবাদিক তুহিনকে। এই হত্যাকাণ্ডের পর সর্বমহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পুলিশ দ্রুত এই ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ৮ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন:

  • প্রধান আসামি: কেটু মিজান ওরফে কোপা মিজান

  • তার স্ত্রী: পারুল আক্তার ওরফে গোলাপি

  • রফিকুল ইসলাম

  • আল আমিন

  • সুমন

  • ফয়সাল

  • শাহজালাল

  • শামীম হোসেন

দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল করায় জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন। ব্রিফিংয়ে তুহিনের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।