মোস্তাফিজুর রহমান
আগস্ট ২৫, ২০২৫, ০৬:১২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আধুনিক কৃষির চ্যালেঞ্জ মোকাবিলা এবং লাভজনক বাজার ব্যবস্থাপনায় কৃষকদের দক্ষতা বাড়াতে গাইবান্ধার সাঘাটা উপজেলায় শুরু হয়েছে 'ফার্মার’স ফিল্ড বিজনেস স্কুল' (এফএফবিএস) কার্যক্রম। এটি কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং তাদের আর্থিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করছে বলে আশা করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে পরিচালিত এই স্কুলটি কৃষকদের হাতে-কলমে শেখাচ্ছে কিভাবে ফসলের উৎপাদন বৃদ্ধি করা যায়, এবং উৎপাদিত পণ্য সঠিক সময়ে ও সঠিক মূল্যে বাজারে বিক্রি করা যায়। চিথুলীয়া কৃষক মাঠ ব্যবসা স্কুলে (গটিয়া, ভরতখালী) উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান ও এস. এম. মিজানুর রহমান কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন।
এই কার্যক্রমে কৃষকদের প্রধানত যে বিষয়গুলো শেখানো হচ্ছে তা হলো:
কৃষি মার্কেটিং: পণ্যের সঠিক বাজারজাতকরণ কৌশল।
খাদ্য ও পুষ্টি: ফসলের পুষ্টিগুণ ও এর গুরুত্ব।
ফসল সংগ্রহ ও সংগ্রহ-পরবর্তী ব্যবস্থাপনা: ফসল তোলার সঠিক সময় এবং তা সংরক্ষণের পদ্ধতি।
বাজার পরিদর্শন: বিভিন্ন বাজার ঘুরে মূল্য ও চাহিদা সম্পর্কে ধারণা নেওয়া।
উত্তম কৃষি চর্চা: আধুনিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা: প্রতিকূল আবহাওয়ায় ফসল রক্ষার কৌশল।
এসএসিপি রেইনস প্রকল্পের সহায়তায় ভরতখালী ইউনিয়নে মোট ২৮টি গ্রুপের ৩০ জন কৃষক সদস্য নিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিয়মিত ক্লাস ও মাঠ পর্যায়ের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা হালনাগাদ কৃষি জ্ঞান অর্জন করে তা নিজ নিজ ক্ষেতে প্রয়োগ করছেন। এর ফলে একদিকে যেমন তাদের উৎপাদন বাড়ছে, তেমনি অন্যদিকে ফসলের মানও উন্নত হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান জানান, "এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কৃষকদের শুধুমাত্র উৎপাদনমুখী না করে বরং বাজার সচেতন করে তোলা। তারা যেন ফসল সংগ্রহের পর তা সঠিক সংরক্ষণ ও লাভজনক বিপণন কৌশল শিখতে পারে, এবং জলবায়ু সহনশীল কৃষি চর্চার দিকেও এগিয়ে আসে।"
এক বছর মেয়াদী এই প্রকল্পটি বর্তমানে সাঘাটা, ভরতখালী এবং বোনারপাড়া—এই তিনটি ইউনিয়নে চালু রয়েছে। স্থানীয় কৃষকরা এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা করছেন যে এটি তাদের আর্থিক স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, সম্প্রতি "বিএনপির বড় পদ কিনলেন আ.লীগের ডামি প্রার্থী”-এই শিরোনামে নাহিদুজ্জামান নিশাদকে জড়িয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরে ওই সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সেটিকে অপপ্রচার দাবি করেন তিনি