অলিউর রহমান মিরাজ
আগস্ট ২৪, ২০২৫, ১০:১৭ এএম
ছবি- সংগৃহীত
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একটি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় হতাশায় ভুগছেন মৎস্যচাষী মো. তোজ্জাম্মেল হক।
বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ১ নং জয়পুর ইউনিয়নের চামুন্ডা জামবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। মৎস্যচাষী তোজ্জাম্মেল হক জানান, রাতের অন্ধকারে কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩৫০ মণ বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকার বেশি।
ভুক্তভোগী তোজ্জাম্মেল হক বলেন, "আমি ঋণের টাকা নিয়ে মাছ চাষ করেছিলাম। তারা আমাকে রাস্তায় নামিয়ে দিল। আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই।" তিনি এই জঘন্য অপরাধের জন্য দোষীদের দ্রুত বিচার দাবি করেছেন।
জানা গেছে, মো. তোজ্জাম্মেল হক তার বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে প্রায় ৬৩ বিঘা একটি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। পুকুরটিতে পাঙাশ, ব্রিগেড, সিলভার কার্প, রুই-কাতলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ছিল।
এ বিষয়ে আফতাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক বলেন, "আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"