সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত

ফাহিম হোসেন রিজু

আগস্ট ২৪, ২০২৫, ০১:৫১ পিএম

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত

ছবি- সংগৃহীত

অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আয়োজন করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা রিয়াজ মোর্শেদ রঞ্জুর সভাপতিত্বে এবং উপজেলা ইন্সট্রাক্টর সাহিদুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সরকারি প্রণোদনা ও আধুনিক চাষাবাদ পদ্ধতির কারণে মাছ উৎপাদনে ঘোড়াঘাটে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। এসময় একটি কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৫ জন শিক্ষার্থীকে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী, জনসাধারণ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।