সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

পাকিস্তানে সরাসরি ফ্লাইট: অক্টোবরের মধ্যে চালুর আশা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৫, ২০২৫, ১১:৩৬ এএম

পাকিস্তানে সরাসরি ফ্লাইট: অক্টোবরের মধ্যে চালুর আশা

ছবি- সংগৃহীত

অক্টোবরের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দার। তিনি জানিয়েছেন, 'ফ্লাই জিন্নাহ' নামে একটি বিমান সংস্থা এই সরাসরি ফ্লাইট চালু করতে আগ্রহী।

রোববার (২৪ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী। এ সময় তিনি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা করেন।

ইসহাক দার জানান, শিপিং এবং বিমান ভ্রমণসহ যোগাযোগব্যবস্থা উন্নয়নের প্রচেষ্টা চলছে। তিনি আশা করেন, অক্টোবরের মধ্যে 'ফ্লাই জিন্নাহ' দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করবে। এছাড়াও, পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পিআইএ বেসরকারিকরণ সম্পন্ন হলে তারাও ঢাকায় সরাসরি ফ্লাইট চালু করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান সরকার পাকিস্তানের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। তিনি বলেন, পাকিস্তান দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী।

দুই দেশের অমীমাংসিত বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই পক্ষই নিজেদের অবস্থান পুনর্নিশ্চিত করেছে এবং এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন যাতে সম্পর্ক এগিয়ে যেতে পারে।