আগস্ট ২৪, ২০২৫, ০২:২২ পিএম
গাজায় এখনো আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে ফিরিয়ে আনার দাবিতে তাদের স্বজনরা বিক্ষোভ শুরু করেছেন। রোববার (২৪ আগস্ট) সকালে ইসরায়েলের দুই মন্ত্রীর সরকারি বাসভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েল।
যে দুই মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন, তারা হলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং কৃষি ও পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যাভি দিচতার।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের বাড়ির সামনে অবস্থান নেওয়া ইয়েহুদা কোহেন বলেন, তার ছেলে নিমরোদ কোহেন গত ৬৮৮ দিন ধরে গাজায় জিম্মি হয়ে আছেন। তিনি মন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে এসেছেন যে, তার ছেলে দেশকে রক্ষা করার জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তিনি আরও বলেন, "আমি মন্ত্রীকে এটাও স্মরণ করিয়ে দিতে চাই যে তিনি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী, যুদ্ধমন্ত্রী নন।"
আরেক বিক্ষোভকারী মিশাল লেভি জানান, তার ভগ্নিপতি ওমারি মিরানও গত ৬৮৮ দিন ধরে গাজায় জিম্মি অবস্থায় আছেন। তিনি বলেন, মন্ত্রীদের কি কোনো ধারণা আছে যে জিম্মিদের পরিবারগুলো কী পরিমাণ উদ্বেগের মধ্যে আছে?
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত হওয়ার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এর জবাবে ইসরায়েল গাজায় অভিযান শুরু করে, যেখানে এ পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে বিপুল ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইসরায়েল এখন পর্যন্ত সব জিম্মিকে উদ্ধার করতে পারেনি। ধারণা করা হচ্ছে, এখনো ১৫ থেকে ২০ জন জিম্মি হামাসের হাতে বন্দি আছেন।