সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একটাই: থালাপতি বিজয়

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৫, ২০২৫, ১০:১০ এএম

জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একটাই: থালাপতি বিজয়

ছবি- সংগৃহীত

ভারতের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। সম্প্রতি তামিলনাড়ুর মাদুরাইয়ে তার রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর সমাবেশে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে ‘আদর্শিক শত্রু’ আখ্যা দিয়েছেন এবং হুঙ্কার দিয়ে বলেছেন, "জঙ্গলে শেয়াল, চিতার মতো অনেক প্রাণীই থাকলেও সিংহ থাকে একটাই।"

প্রায় ৪ লাখ মানুষের সামনে দেওয়া এই বক্তব্যে বিজয় বলেন, "সিংহ একা হলেও সবসময় সেটি সিংহই থাকবে। টিভিকে কাউকে ভয় পায় না।" তিনি জনগণকে **"ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকে"-**এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

বিজয় তার রাজনৈতিক জীবনে বহুবার কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভোটকেন্দ্রে সাইকেলে চড়ে উপস্থিত হওয়া, নাগরিকত্ব সংশোধনী আইন ও চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদ জানানোসহ বিভিন্ন ঘটনায় তিনি আলোচনার জন্ম দিয়েছেন। ২০২১ সালের স্থানীয় নির্বাচনে তার ফ্যানক্লাব ১৬৯টি আসনের মধ্যে ১১৫টিতে জয়লাভ করে, যা তার রাজনৈতিক উত্থানের পূর্বাভাস দেয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, থালাপতি বিজয়ের এই নায়কোচিত আগমন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকে-কে কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে।