সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

মেট্রোরেলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, মৌখিকের তারিখ ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৫, ২০২৫, ০৫:২০ পিএম

মেট্রোরেলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, মৌখিকের তারিখ ঘোষণা

ছবি- সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় গত ১৫ আগস্ট অনুষ্ঠিত বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে, যা ২৭ আগস্ট থেকে শুরু হয়ে ৩০ আগস্ট পর্যন্ত চলবে।

ডিএমটিসিএল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে। পাশাপাশি, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা এই সরকারি সংস্থাটি নিয়মিত বিভিন্ন পদে জনবল নিয়োগ দিয়ে থাকে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীরা এখন থেকেই প্রস্তুতি শুরু করতে পারবেন।