আগস্ট ২৫, ২০২৫, ১০:৪৫ এএম
খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেট প্রশাসকের ভূমিকা পালন করেছেন, এবার নতুন এক অধ্যায়ে পা রাখলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ টি-টোয়েন্টি-র দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এই প্রথম কোনো দলের প্রধান কোচের গুরুদায়িত্ব পেলেন 'প্রিন্স অফ কলকাতা'।
সাবেক কোচ জোনাথন ট্রটের স্থলাভিষিক্ত হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। প্রিটোরিয়া ক্যাপিটালস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরটি নিশ্চিত করেছে। তারা এক পোস্টে লিখেছে, "কলকাতার মহারাজ ক্যাপিটালসের ক্যাম্পে রাজকীয় সুবাস নিয়ে হাজির হচ্ছেন। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সৌরভ গাঙ্গুলি আমাদের পরবর্তী হেড কোচ। সেঞ্চুরিয়ান আপনার অপেক্ষায়।"
উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর থেকে এসএ টি-টোয়েন্টির নতুন আসর শুরু হবে। তার আগে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম, যেখানে দল গোছানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে সৌরভকে। প্রিটোরিয়া ক্যাপিটালসের মালিকানা প্রতিষ্ঠান জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবে গত বছর থেকেই দায়িত্ব পালন করছিলেন সৌরভ। সেই সূত্র ধরেই তিনি এই প্রথমবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রধান কোচের ভূমিকায় এলেন।