সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

গাঙ্গুলী এখন কোচ: দক্ষিণ আফ্রিকায় নতুন ভূমিকায় মহারাজ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৪, ২০২৫, ০৬:১৭ পিএম

গাঙ্গুলী এখন কোচ: দক্ষিণ আফ্রিকায় নতুন ভূমিকায় মহারাজ

ছবি- সংগৃহীত

ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবার এক নতুন ভূমিকায় দেখা দেবেন। ক্রিকেট প্রশাসন ও বিশ্লেষক হিসেবে সফলতার পর তিনি এবার প্রধান কোচের দায়িত্ব নিতে চলেছেন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ টি-টোয়েন্টি-এর দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রিটোরিয়া ক্যাপিটালস তাদের নিজস্ব ফেসবুক পেজে এই খবরটি নিশ্চিত করেছে। তারা এক পোস্টে জানিয়েছে, "কলকাতার মহারাজ ক্যাপিটালসের ক্যাম্পে রাজকীয় সুবাস নিয়ে হাজির হচ্ছেন। আমরা খুব উচ্ছ্বাসের সঙ্গে জানাচ্ছি যে, সৌরভ গাঙ্গুলী আমাদের পরবর্তী হেড কোচ।"

চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য গাঙ্গুলী ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত দলটির সঙ্গে থাকবেন। এর আগে প্রিটোরিয়ার প্রধান কোচের দায়িত্বে ছিলেন ইংলিশ ক্রিকেটার জনাথন ট্রট, যিনি এখন আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

সরাসরি কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও, সৌরভ গাঙ্গুলী এর আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তারই বিদেশি ফ্র্যাঞ্চাইজি প্রিটোরিয়া ক্যাপিটালসে কোচ হিসেবে তার নতুন ক্যারিয়ার শুরু হচ্ছে।