সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

খেলাধুলা: ছেলেদের কাছে মাত্র ৪৯ রানে অলআউট মেয়েরা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৪, ২০২৫, ০১:০০ পিএম

খেলাধুলা: ছেলেদের কাছে মাত্র ৪৯ রানে অলআউট মেয়েরা

ছবি- সংগৃহীত

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে বিসিবি নারী লাল দল মাত্র ৪৯ রানে অলআউট হয়ে গেছে। বিকেএসপিতে অনুষ্ঠিত এই ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের। এই ফলাফল নারী দলের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল নারী লাল দল। ইনিংসের শুরুতেই তারা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলের সর্বোচ্চ ১৮ রান আসে সুলতানার ব্যাট থেকে। সুলতানার বিদায়ের পর দলের বাকি ব্যাটসম্যানরা কোনো প্রতিরোধ গড়তে পারেননি, ফলে ৪৯ রানেই গুটিয়ে যায় পুরো দল।

ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন সুলাইমান ইসলাম ও আলিমুল ইসলাম আদিব, দুজনেই সমান তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া অমিত ও মাহিন দুটি করে উইকেট লাভ করেছেন।

উল্লেখ্য, এই সিরিজের প্রথম দেখায়ও ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল বড় ব্যবধানে জয় লাভ করেছিল।