আগস্ট ২৪, ২০২৫, ১১:১৯ এএম
সৌদি সুপার কাপের ফাইনালে আল-আহলির কাছে হেরে শিরোপা জিততে ব্যর্থ হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল-নাসর। টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে এই হারের মধ্য দিয়ে আল-নাসরের হয়ে রোনালদোর বড় শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো। তবে এই ম্যাচেই রোনালদো একটি বিশ্বরেকর্ড গড়েছেন, যা তাকে ফুটবলের ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
ম্যাচের প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি থেকে গোল করে আল-নাসরকে ১-০ গোলে এগিয়ে দেন রোনালদো। এটি ছিল আল-নাসরের জার্সিতে তার ১০০তম গোল। এই গোলের মাধ্যমে তিনি প্রথম খেলোয়াড় হিসেবে চারটি ভিন্ন ক্লাবের হয়ে ১০০ বা তার বেশি গোল করার রেকর্ড গড়লেন। এর আগে তিনি রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়ে এই কীর্তি গড়েছিলেন।
ম্যাচটি ছিল বেশ রোমাঞ্চকর। প্রথমার্ধের ইনজুরি সময়ে আল-আহলির হয়ে সমতা ফেরান ফ্র্যাঙ্ক কেসিয়ে। দ্বিতীয়ার্ধে আল-নাসর ২-১ গোলে এগিয়ে গিয়েছিল মার্সেলো ব্রজোভিচের গোলে। কিন্তু আল-আহলি আবার গোল করে ২-২ সমতা ফেরায়, যার ফলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত আল-নাসর টাইব্রেকারে হেরে যায়।
বর্তমানে রোনালদোর ক্যারিয়ারের মোট গোল সংখ্যা ৯৩৯। কাঙ্ক্ষিত ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে তার আর মাত্র ৬১টি গোল প্রয়োজন। আল-নাসরের হয়ে ২০২৩ সালে তিনি আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছিলেন, তবে এই শিরোপা ফিফার স্বীকৃত নয়। তাই আল-নাসরের হয়ে এখনো তার বড় কোনো ট্রফি জেতা হয়নি।