সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

ইসিতে সীমানা নির্ধারণের শুনানি, আপিলকারীদের যুক্তি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৫, ২০২৫, ০২:২৯ পিএম

ইসিতে সীমানা নির্ধারণের শুনানি, আপিলকারীদের যুক্তি

ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তির দ্বিতীয় দিনের শুনানি চলছে। সোমবার (২৫ আগস্ট) সকালে নির্বাচন ভবনে এই শুনানি শুরু হয়, যেখানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত রয়েছেন।

দ্বিতীয় দিনে মোট ২০টি আসনের সীমানা নির্ধারণ নিয়ে শুনানি চলছে। দুপুর পর্যন্ত সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের ৭টি আসনের খসড়া সীমানার ওপর আপত্তি নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আপিলকারীরা সাংবাদিকদের কাছে নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেন।

বিকেলে ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের ১৩টি আসনের শুনানি অনুষ্ঠিত হবে। এই চার দিনের শুনানিতে মোট এক হাজার ৭৬০টি দাবি ও আপত্তির বিষয়ে পর্যালোচনা করবে নির্বাচন কমিশন।

এর আগে শুনানির প্রথম দিন রোববার কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তিগুলো নিয়ে শুনানি হয়েছিল। আগামী বুধবার পর্যন্ত এই শুনানি চলবে। সকল দাবি ও আপত্তির শুনানি গ্রহণের পর কমিশন সেগুলো পর্যালোচনা করে ৩০০টি সংসদীয় আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ করবে।