আগস্ট ২৫, ২০২৫, ১২:২৭ এএম
জুলাই হত্যা মামলার আসামি, আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে রোববার (২৪ আগস্ট) রাতে বরিশালে তার মামার বাসা থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সিআইডির একটি দল তাকে গ্রেফতার করে ঢাকার উদ্দেশে নিয়ে গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, "রোববার রাত সাড়ে ১০টার সময় ঢাকার সিআইডি টিম এসে তৌহিদ আফ্রিদির মামার বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকার উদ্দেশে নিয়ে গেছে।" এই অভিযানের সময় স্থানীয় পুলিশ সিআইডিকে সহায়তা করেছে। এ বিষয়ে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বলেন, "রোববার সিআইডি অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেফতার করেছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।"
তৌহিদ আফ্রিদিকে যাত্রাবাড়ী থানায় গত বছরের আগস্টের ৩০ তারিখে দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, যেটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং মামলার আসামির তালিকায় ১১ নম্বরে রয়েছেন তৌহিদ আফ্রিদি। এই মামলার ২২ নম্বর আসামি তার বাবা, বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সাথী, যাকে গত ১৭ আগস্ট গ্রেফতার করা হয়েছিল। উল্লেখ্য, গত ১৭ আগস্ট জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছিল। সংগঠনটি তাদের ফেসবুক পোস্টে দাবি করে যে আফ্রিদি জুলাই আন্দোলনের সময় অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন।
ভিডিও দেখুন : যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি