সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

অভিনেত্রীর বাড়িতে চুরি: কোটি টাকার গয়না উধাও

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৪, ২০২৫, ০৯:০৮ পিএম

অভিনেত্রীর বাড়িতে চুরি: কোটি টাকার গয়না উধাও

ছবি- সংগৃহীত

বলিউডের আলোচিত অভিনেত্রী খুশি মুখার্জির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তার বাড়ি থেকে প্রায় ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ৮১ হাজার টাকা) মূল্যের গয়না চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এই চুরির জন্য প্রধান সন্দেহভাজন হিসেবে তার বাড়ির পরিচারিকাকেই ধরা হচ্ছে, যিনি ঘটনার পর থেকেই পলাতক।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী খুশি মুখার্জি বলেন, "নিজের বাড়ির ভেতরে যাকে বিশ্বাস করতাম, সেই যদি এমন বিশ্বাসঘাতকতা করে, সেটা ভীষণ কষ্টের।" তিনি বলেন, গয়না হারানোর চেয়েও তার বড় ক্ষতি হয়েছে নিরাপত্তা এবং বিশ্বাস হারিয়ে যাওয়া। এই ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এই ঘটনার পর খুশি মুখার্জি আইনানুগ ব্যবস্থা নিয়েছেন। পুলিশ খুব শিগগিরই তদন্ত শুরু করবে এবং পলাতক পরিচারিকাকে খুঁজে বের করার চেষ্টা করবে।

উল্লেখ্য, কলকাতার এই অভিনেত্রী ২০১৩ সালে তামিল সিনেমা দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি হিন্দি ও তেলেগু সিনেমাতেও অভিনয় করেছেন, তবে ভারতীয় টেলিভিশনের রিয়েলিটি শো-তে অংশ নিয়েই তিনি বেশি জনপ্রিয়তা লাভ করেন।