আগস্ট ২৪, ২০২৫, ১২:৪৯ পিএম
বিশ্বজুড়ে জনপ্রিয় রোমান্টিক কমেডি সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এর পঞ্চম সিজনের শুটিং চলাকালে মারা গেছেন সিরিজটির সহকারী পরিচালক। মৃত ব্যক্তির নাম ডিয়েগো বোরেলা, যার বয়স ৪৭ বছর। ইতালির ভেনিস শহরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এই বিষয়ে সংবাদমাধ্যম লা রিপাবলিকার বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।
সংবাদপত্রটি জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ভেনিসের হোটেল ড্যানিয়েলিতে বোরেলা তার সহকর্মীদের সামনেই হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন। চিকিৎসকদের ডাকা হলেও তারা তাকে বাঁচাতে পারেননি। শুটিং সেটে থাকা চিকিৎসাকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তিনি মারা যান। তার আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছেন সেটের সব কলাকুশলী।
নেটফ্লিক্সের জন্য অনুষ্ঠানটি প্রযোজনা করছে প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিও। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বিবিসি নিউজকে জানান, "'এমিলি ইন প্যারিস'-এর প্রযোজনা পরিবারের একজন সদস্যের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত।" তিনি আরও বলেন, তারা বোরেলার পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।
'এমিলি ইন প্যারিস' সিরিজটি ২০২০ সালে প্রথম পর্দায় আসে এবং এটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে। সিরিজে আমেরিকান মার্কেটিং এক্সিকিউটিভ এমিলি কুপারের চরিত্রে অভিনয় করেছেন লিলি কলিন্স। এই জনপ্রিয় সিরিজটির পঞ্চম সিজন চলতি বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।