সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

জুলাই গণহত্যা: হাসিনার বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৫, ২০২৫, ১০:১৪ এএম

জুলাই গণহত্যা: হাসিনার বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ছবি- সংগৃহীত

গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ (সোমবার, ২৫ আগস্ট)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, আজ মোট চারজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে।

গত ২৪ আগস্ট এই মামলার সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছিল। ওই দিন তিনজন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছিলেন, যাদের মধ্যে ছিলেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অফিস সহকারী মো. গিয়াস উদ্দিন, একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজিবুল ইসলাম এবং কুষ্টিয়ার সাংবাদিক শরিফুল ইসলাম। এই পর্যন্ত মোট ১৯ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

এই মামলায় অভিযুক্ত তিনজনের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তার দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।