আগস্ট ২৪, ২০২৫, ০৭:০১ পিএম
সাংবাদিক ইলিয়াস হোসাইন দাবি করেছেন, দু'জন চাঁদাবাজ ইউটিউব চ্যানেল খুলে নিজেদের 'হেড অব নিউজ' পরিচয় দিয়ে লাখ লাখ ডলারের মালিক হয়েছে। রোববার (২৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে ইলিয়াস হোসাইন বলেন, এই ব্যক্তিরা ফেসবুকে ও ইউটিউবে নিজেদের সাংবাদিক হিসেবে দাবি করে চলেছে, যদিও তাদের সাংবাদিক হিসেবে কোনো স্বীকৃতি নেই। তিনি অভিযোগ করেন, পাঁচ বছর আগে এই চাঁদাবাজরা তার কাছে ধরা পড়েছিল এবং ক্ষমা চেয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা আবারও তাদের কর্মকাণ্ড শুরু করে।
ইলিয়াসের মতে, এই ব্যক্তিরা বিভিন্ন ব্যবসায়ী ও রাজনীতিবিদকে ব্ল্যাকমেইল করে প্রচুর অর্থ উপার্জন করেছে। তিনি বলেন, "আমেরিকাতে ২-৩ বাড়ির মালিক হয়ে গিয়েছে। দুদিন পরপর বিদেশ ট্যুর দেয় আবার তারাই নীতিবাক্য বলে।" এই ব্যক্তিরা প্রতিনিয়ত তার বিরুদ্ধে মিথ্যাচার করছে বলেও তিনি অভিযোগ করেন।
ইলিয়াস হোসাইন তার পোস্টের মন্তব্যের ঘরে একটি পুরনো ভিডিও লিংকও শেয়ার করেছেন, যা তিনি দাবি করেন যে এই চাঁদাবাজদের কর্মকাণ্ডের প্রমাণ।