সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ফেনীতে বন্যার ক্ষতি কাটিয়ে আমন আবাদে ব্যস্ত কৃষকরা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৪, ২০২৫, ০৮:৩৬ পিএম

ফেনীতে বন্যার ক্ষতি কাটিয়ে আমন আবাদে ব্যস্ত কৃষকরা

ছবি- সংগৃহীত

তিন দফার বন্যায় ফেনীর কৃষি খাতে শত কোটি টাকার ফসলের ক্ষতি হওয়ার পরও কৃষকরা নতুন করে আমন ধান আবাদে নেমেছেন। মহুরী ও কহুয়া নদীর বানের ক্ষতের চিহ্ন নিয়েই তারা ভালো ফলনের আশায় নতুন স্বপ্ন বুনছেন। কৃষি বিভাগও এবারের আমন আবাদে লক্ষ্যমাত্রা অতিক্রম করার আশাবাদ ব্যক্ত করেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর অতিরিক্ত পরিচালক মো. জগলুল হায়দার বলেন, "আবহাওয়া পরিস্থিতি ভালো থাকায় মানুষ এবার আমন ধান চাষে মাঠে নেমেছে। আশা করছি, লক্ষ্যমাত্রার বাইরে আরও এক হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হবে।" তিনি জানান, বন্যায় অনেক কৃষক বীজতলা ও জমির উর্বরতা হারিয়েছেন। তবুও তারা হাল ছাড়েননি এবং নতুন করে আমনের চারা রোপণ করছেন।

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩১ হাজার ১৭১ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যার লক্ষ্যমাত্রা ৬৬ হাজার ৭৫৫ হেক্টর। জেলা কৃষি অফিস জানিয়েছে, আবাদ বাড়াতে কৃষকদের ভর্তুকি ও কৃষি সহায়তা দেওয়া হচ্ছে।

ফুলগাজীর কৃষক বিকাশ চন্দ্র নাথ বলেন, "গত বছর আমন মৌসুমে ফলন একদমই ঘরে তোলা যায়নি। এ বছর ফলন নিয়ে কিছুটা আশাবাদী।" পরশুরামের কৃষক শাহ আলম বলেন, "জমি তো খালি রাখতে পারব না। বৃষ্টি কম থাকায় আমন আবাদে মাঠে নেমেছি।" ছাগলনাইয়ার কৃষক কামাল উদ্দিন জানান, সরকার থেকে সার ও বীজের মতো ভর্তুকি পেলে কৃষকদের ঘুরে দাঁড়ানো সহজ হতো।

আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের শেষ এবং সেপ্টেম্বরে আবারও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাই কৃষকরা নিচু জমির ধান আগেভাগে রক্ষার প্রস্তুতি নিচ্ছেন। জেলা কৃষি বিভাগের হিসাবে, এবারের বন্যায় প্রায় ৩৮ কোটি সাত লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে এবং অন্তত ২৯ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।