আগস্ট ২৪, ২০২৫, ০৫:৪৯ পিএম
সাম্প্রতিক অতি জোয়ারের কারণে ভোলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, যার ফলে বনাঞ্চল থেকে হরিণ লোকালয়ে ভেসে আসছে। আর এই সুযোগে এক শ্রেণির শিকারি হরিণ ধরে জবাই করে মাংস বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। তবে স্থানীয়দের তৎপরতায় একটি হরিণ উদ্ধার করে পুলিশ ও বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) জেলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার এলাকার লোকজন মেঘনার পানিতে ভেসে আসা একটি চিত্রা হরিণকে উদ্ধার করে। পরে তারা হরিণটিকে লালমোহন থানা পুলিশের হাতে তুলে দেয়। লালমোহন থানার ওসি সিরাজুল ইসলাম জানান, রোববার (২৪ আগস্ট) সকালে হরিণটিকে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমোহন উপজেলা বন বিভাগ রেঞ্জ কর্মকর্তা সুমন চন্দ্র দাস জানান, অতি জোয়ারের কারণেই বনের হরিণ লোকালয়ে চলে আসে। উদ্ধারকৃত হরিণটি অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসার পর সুস্থ হলে এটিকে কুকরি-মুকরি ম্যানগ্রোভ বনাঞ্চলে অবমুক্ত করা হবে।