সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

মেডিকেল ‘আনফিট’ রিপোর্টে ভেঙে গেল নবদম্পতির সংসার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৪, ২০২৫, ১২:৫৪ পিএম

মেডিকেল ‘আনফিট’ রিপোর্টে ভেঙে গেল নবদম্পতির সংসার

ছবি- সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি নবদম্পতির সংসার ভেঙে গেছে বিয়ের মাত্র তিন মাসের মধ্যে। স্বামীর মেডিকেল রিপোর্টে 'আনফিট' আসার পর তাকে অপহরণ মামলায় কারাগারে পাঠিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের সজীব মিয়া এবং খাড়েরা ইউনিয়নের দেলীগ্রামের মোছাম্মৎ মাওয়ার বিয়ে হয় গত ১০ জুন। বিয়ের সময় কনের পরিবার সজীবকে সৌদি আরব পাঠানোর আশ্বাস দিয়েছিল, যার বিনিময়ে সজীবের পরিবার কনের পরিবারকে তিন লাখ টাকা দেয়।

বিয়ের মাত্র দুই মাস পর সৌদি ভিসার জন্য ঢাকায় মেডিকেল টেস্টে অংশ নেন সজীব। কিন্তু পরীক্ষায় তার হেপাটাইটিস ধরা পড়ে এবং তাকে ভিসার জন্য 'আনফিট' ঘোষণা করা হয়। এই খবর জানার পর মাওয়ার পরিবার সজীবের সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকৃতি জানায় এবং মাওয়া বাবার বাড়িতে চলে যান। এরপরই মাওয়ার পরিবারের পক্ষ থেকে সজীবের বিরুদ্ধে 'অপহরণ' মামলা দায়ের করা হয়।

সজীবের মা তাছলিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, "সৌদি নেওয়ার নামে প্রতারণা করে মেয়ের পরিবার আমাদের কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছে। মেডিকেল রিপোর্টে আনফিট হওয়ার পর ষড়যন্ত্র করে আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠিয়েছে।" তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অন্যদিকে, কসবা থানার ওসি মো. আব্দুল কাদের জানান, কনের পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ সজীবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তিনি বলেন, "এখন মামলার নথি ও প্রমাণ যাচাই-বাছাই চলছে। আদালতে যা উপস্থাপিত হবে, তার ওপর ভিত্তি করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"