সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

সাঘাটায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, স্বস্তিতে পরিবার

মোস্তাফিজুর রহমান

আগস্ট ২৪, ২০২৫, ০৫:২৪ পিএম

সাঘাটায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, স্বস্তিতে পরিবার

ছবি- সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নে খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে স্বল্পমূল্যে চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উল্যাবাজার ইউপি রোডের গোডাউনে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ইউনিয়নের ৬৭২ জন কার্ডধারী পরিবারকে ৩০ কেজি করে চাউল প্রদান করা হয়। প্রতি কেজি চাউলের মূল্য রাখা হয়েছে ১৫ টাকা।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার এস এম মিজানুর রহমান, ডিলার শওকত মির্জা রোস্তম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল সরকার এবং উল্যাবাজার বণিক সমিতির সভাপতি মাহমুদ হাসান ডিলু প্রমুখ।

এ কর্মসূচির মাধ্যমে এলাকার হতদরিদ্র পরিবারগুলো স্বল্পমূল্যে খাদ্যশস্য পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।