সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

সর্বোচ্চ নিরাপত্তায় উৎপাদনে যাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৪, ২০২৫, ০১:৩৪ পিএম

সর্বোচ্চ নিরাপত্তায় উৎপাদনে যাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

ছবি- সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের সবচেয়ে ব্যয়বহুল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে এবং আন্তর্জাতিক শর্ত পূরণ করেই উৎপাদনে যাবে বলে দাবি করেছেন নির্মাণ কর্তৃপক্ষ। সম্প্রতি এই প্রকল্পের নিয়োগ ও ব্যবস্থাপনার অদক্ষতা নিয়ে উদ্বেগ ও অনিয়মের অভিযোগ উঠলেও, কর্তৃপক্ষ সেগুলো ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা চেরনোবিলের মতো দুর্ঘটনার আশঙ্কা দূর করেছে। প্রকল্পের প্রতিটি ধাপে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (IAEA) লাইসেন্স নেওয়া হয়েছে, যা কর্মীদের দক্ষতা এবং নিরাপত্তার মান নিশ্চিত করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ বলেছেন, "৫০ বছর আগের সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল দুর্ঘটনার সঙ্গে রূপপুর প্রকল্পকে তুলনা করার কোনো সুযোগ নেই।"

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং সামাজিক মাধ্যমে অভিযোগ উঠেছে যে, রূপপুর প্রকল্পে অদক্ষ ও প্রয়োজনীয় অভিজ্ঞতা ছাড়াই জনবল নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়েছে। এমনকি প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমও এই বিষয়ে আপত্তি তুলে চিঠি দিয়েছে বলে দাবি করা হয়েছে। ভারপ্রাপ্ত চিফ সুপারইন্টেন্ডেন্ট মুশফিকা আহমেদ এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়োগে যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যা দুর্নীতি দমন কমিশনেও (দুদক) অভিযোগ হিসেবে পাঠানো হয়েছে।

তবে অভিযুক্ত কর্মকর্তারা এই অভিযোগগুলোকে ভিত্তিহীন, অসত্য ও প্রকল্পকে বিতর্কিত করার ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তারা বলছেন, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বিজ্ঞপ্তিতে চাওয়া শতভাগ অভিজ্ঞতাসম্পন্ন কর্মী পাওয়া প্রায় অসম্ভব।

প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ কবীর হোসেন বলেছেন, "উদ্বেগের কোনো কারণ নেই। আন্তর্জাতিক মানদণ্ডে কর্মীদের দক্ষতা নিশ্চিত করেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।" তিনি জানান, প্রকল্প পরিচালনায় কোনো অসুবিধা হচ্ছে না এবং ভিত্তিহীন প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।