মোস্তাফিজুর রহমান
আগস্ট ২৪, ২০২৫, ০৮:৩৩ পিএম
ছবি- সংগৃহীত
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।
রবিবার (২৪ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাহিদুজ্জামান নিশাদকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে দলের সকল স্তরের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।