আগস্ট ২৪, ২০২৫, ০৭:৩২ পিএম
বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে এনসিইউকে (NCUK) গ্র্যাজুয়েশন উৎসব। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে শনিবার এই অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার সম্পন্ন করা শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করা হয়। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের ৬৫টিরও বেশি বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তির সুযোগ পেয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়া (যুক্তরাজ্য)-এর প্রো ভাইস চ্যান্সেলর ও ভাইস প্রেসিডেন্ট স্টিভ ম্যাকগুয়ার। তিনি বলেন, এনসিইউকে ফাউন্ডেশন প্রোগ্রাম বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষায় প্রবেশের পথকে সহজ করেছে। এমএইচ গ্লোবাল গ্রুপের কান্ট্রি ডিরেক্টর জহিরুল ইসলাম এই প্রোগ্রামকে বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে অভিহিত করেন।
শিক্ষার্থীরা জানান, তারা বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো, যেমন রাসেল গ্রুপ প্রতিষ্ঠান এবং কিউএস ২০২৬-এর শীর্ষ ১০ ও শীর্ষ ২০০-তে থাকা ২১টি বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার পেয়েছেন। এই প্রোগ্রামের ছোট ক্লাসের আকার, ব্যক্তিগত একাডেমিক সহায়তা এবং আধুনিক ক্যাম্পাস সুবিধা শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছে।
এই সফল গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এনসিইউকের মর্যাদাপূর্ণ একাডেমিক উদযাপনের বৈশ্বিক অঙ্গনে প্রবেশ করল, যা দেশের মানসম্পন্ন শিক্ষা এবং আন্তর্জাতিক সুযোগের কেন্দ্র হিসেবে অবস্থানকে আরও শক্তিশালী করেছে।