সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু, শেষ ২৫ আগস্ট

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ০৪:২০ পিএম

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু, শেষ ২৫ আগস্ট

ছবি- সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে এই আবেদন গ্রহণ শুরু হয়, যা আগামী ২৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত চলবে। দ্বিতীয় ধাপের আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ২৮ আগস্ট।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক জানিয়েছেন, এবার সারাদেশে ৮ হাজার ১৫টি কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ২৫ লাখ ৬৩ হাজার ৬৩টি আসন রয়েছে।

প্রথম ধাপে ১০ লাখ ৭৩ হাজার ৩১০ জন শিক্ষার্থী আবেদন করেছিল, যার মধ্যে ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন ভর্তির জন্য নির্বাচিত হয়েছিল। বাকি ২৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেও নির্বাচিত হয়নি। এই শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে পুনরায় আবেদন করতে পারবে।