সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ বৃহস্পতিবার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৪, ২০২৫, ০৫:৪৩ পিএম

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ বৃহস্পতিবার

ছবি- সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফলাফল আগামী ২৮ আগস্ট (বৃহস্পতিবার) রাত ৮টায় প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক এই তথ্য নিশ্চিত করেছেন। যারা এই ধাপে ভর্তির জন্য মনোনীত হবে, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

অধ্যাপক রিজাউল হক জানান, দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত চলবে। এবার ভর্তিযোগ্য কলেজ ও মাদ্রাসার সংখ্যা ৮ হাজার ১৫টি, যেখানে একাদশে ভর্তির জন্য মোট আসন সংখ্যা ২৫ লাখ ৬৩ হাজার ৬৩টি।

প্রথম ধাপে ১০ লাখ ৭৩ হাজার ৩১০ জন শিক্ষার্থী আবেদন করেছিল, যার মধ্যে ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন ভর্তির জন্য নির্বাচিত হয়। বাকি ২৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেও মনোনীত হয়নি। এই শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে পুনরায় আবেদন করার সুযোগ পাচ্ছে। এছাড়াও, যারা প্রথম ধাপে আবেদন করেনি বা মনোনীত কলেজ বাতিল করেছে, তারাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে।