সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মালয়েশিয়ায় প্রবাসীদের নিয়ে এনসিপির আলোচনা সভা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৪, ২০২৫, ০৭:১৫ পিএম

মালয়েশিয়ায় প্রবাসীদের নিয়ে এনসিপির আলোচনা সভা

ছবি- সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, ভূ-রাজনৈতিক কারণে সারা বিশ্বের 'ঈগল পাখির চোখ' এখন বাংলাদেশের দিকে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই। রোববার (২৪ আগস্ট) কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বরকতউল্লাহ বুলু বলেন, দেশি-বিদেশি অনেক শক্তিই বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে রক্ষা করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি উগ্র রাজনীতিতে বিশ্বাস করে না এবং যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

আওয়ামী লীগের ইতিহাস নিয়ে মন্তব্য করে বুলু বলেন, শেখ মুজিব বাকশাল গঠন করে সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিলেন। পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেন। তিনি বলেন, "আওয়ামী লীগ- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুদানের প্রাপ্ত আওয়ামী লীগ। সেদিন যদি মালেক উকিলের আবেদনে জিয়াউর রহমান সাড়া না দিতেন তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকত না।"

নেতাকর্মীদের উদ্দেশে বুলু বলেন, তাদের এমন কোনো আচরণ করা উচিত নয়, যার কারণে দল বা দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তিনি সতর্ক করে বলেন, কোনো 'হাইব্রিড' যেন বিএনপিতে স্থান না পায়, সে বিষয়ে সতর্ক নজর রাখতে হবে।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন এবং আরও অনেকে। এই সম্মেলনে বুড়িচং উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।