সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদীরা সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে: রিজভী

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৪, ২০২৫, ০২:২০ পিএম

প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদীরা সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে: রিজভী

ছবি- সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদী শক্তিগুলো সুযোগ পেলেই অন্তর্বর্তী সরকার এবং গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। রোববার (২৪ আগস্ট) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

দেশের গভীর থেকে ফ্যাসিবাদকে নির্মূল করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, দেশে অবৈধ টাকা ও অস্ত্রের ছড়াছড়ি রয়েছে। আসন্ন নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার যদি এই অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারে, তাহলে নির্বাচন বিপজ্জনক হয়ে উঠবে। তিনি অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান।

প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদী শক্তি সম্পর্কে রিজভী বলেন, "আজকে সচিবালয়সহ বিভিন্ন জায়গায় তারা তাদের উদ্দেশ্য নিয়ে সেখানে বসে আছেন এবং বিভ্রান্তি তৈরি করার জন্য তারা কাজ করছেন।" তিনি আরও বলেন, এই শক্তিগুলো সুযোগ পেলেই অন্তর্বর্তী সরকার ও গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, "একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। যদি মানুষের কর্মসংস্থান না থাকে তাহলে দুর্ভিক্ষের আলামত তৈরি হবে।" তিনি গার্মেন্টস সেক্টর থেকে লক্ষাধিক মানুষের চাকরি চলে যাওয়ার বিষয়েও কথা বলেন। রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই এই বিষয়ে নজর দিতে হবে যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়।

জুলাই সনদের বিষয়ে কথা বলতে গিয়ে রিজভী বলেন, সংবিধান সংশোধনের প্রয়োজন হলে তা করবে জনগণের দ্বারা নির্বাচিত পার্লামেন্ট, কোনো রাজনৈতিক দল নয়। তিনি বলেন, "আগে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার তৈরি করুন। তারা রাষ্ট্রের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে সংবিধান যদি সংশোধন করতে হয় তারা করবে।"