আগস্ট ১১, ২০২৫, ১০:৩০ এএম
রাজধানীর নিউমার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে গতকাল শনিবার (৯ আগস্ট, ২০২৫) অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এসব অস্ত্র বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ডেয়ারিং টাইগার্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম এই তথ্য নিশ্চিত করেন।
গোপন সরবরাহ ও হোম ডেলিভারির অভিযোগ
লেফটেন্যান্ট কর্নেল নাজিম জানান, সেনাবাহিনী খবর পেয়েছিল যে, এই ধরনের ধারালো অস্ত্র কোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, "গোপনে বিক্রি করা হচ্ছে, এমনকি ভাড়াও দেওয়া হচ্ছে। কিছু কিছু সময় ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে, হোম ডেলিভারি দেওয়া হচ্ছে।" বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও জানা গেছে, ঢাকার কোনো একটি জায়গা থেকে এই ধরনের অস্ত্র সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া হয়।
গোয়েন্দা কার্যক্রম ও অভিযান
গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা স্বীকার করেছে যে, তারা একটি নির্দিষ্ট স্থান থেকে এই সামুরাই (ধারালো অস্ত্র) গুলো পাচ্ছে। এরপর সেনাবাহিনী তাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করে। লেফটেন্যান্ট কর্নেল নাজিম বলেন, "কয়েক দিন ধরে আমাদের গোয়েন্দারা বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ নেয় এবং নিশ্চিত হয় যে কোন কোন স্থানগুলোতে এই ধারালো অস্ত্রগুলো পাওয়া যাবে। এর ভিত্তিতে আমরা আজ (শনিবার) নিউমার্কেটে গিয়ে তিন থেকে চারটি দোকানে তল্লাশি চালিয়ে এই ধারালো অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হই।"
সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, "আজ আমরা এই কাজে জড়িত হিসেবে ৯ জনকে গ্রেপ্তার করতে পেরেছি। মোট তিনটি দোকান থেকে মূল এই আইটেমগুলো পাওয়া যায়।" তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, "আমরা কয়েক মাস ধরে লক্ষ্য করেছি, সন্ত্রাসীরা এই ধরনের দেশি অস্ত্রই বেশি ব্যবহার করে। গত তিন-চার মাস ধরে এগুলো বিশাল আকারে মজুত করা হয়েছে এবং বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেখা যাচ্ছে।"