সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

পলাশবাড়ীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

মোঃ তৌহিদুর রহমান তুহিন

আগস্ট ৩, ২০২৫, ০৮:৪০ এএম

পলাশবাড়ীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

ছবি- মোঃ তৌহিদুর রহমান তুহিন | দিনাজপুর টিভি

গাইবান্ধার পলাশবাড়ীতে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।

রবিবার (০৩ আগস্ট) রাত ২টার দিকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাইবান্ধা সেনা ক্যাম্পের একটি দল উপজেলার ভবানিপুর গ্রামের একটি বাড়িতে যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত শাকিল (৩২)-কে আটক করে। শাকিল একই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ০২ আগস্ট বিকেল আনুমানিক ৩টায় অভিযুক্ত শাকিল একই গ্রামের ছয় বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণচেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে তার স্বজনরা এগিয়ে আসলে অভিযুক্ত শাকিল পালিয়ে যায়।

পরবর্তীতে দিবাগত রাতে স্থানীয়দের অভিযোগ ও সার্বিক সহযোগিতার ভিত্তিতে সেনাবাহিনী পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত শাকিলকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

গাইবান্ধা সেনা ক্যাম্প কমান্ডার জানান, আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে। তিনি সেনাবাহিনীকে অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।