মো: ফাহিম সরকার
আগস্ট ২৬, ২০২৫, ১১:৩৪ এএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরামপুরের কাটলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভাঙা দিঘির পাশে প্রায় ৬০০ বিঘা জমির বিস্তৃত শাপলা বিল এখন প্রকৃতিপ্রেমীদের মিলনকেন্দ্রে পরিণত হয়েছে। চারদিকে সাদা শাপলার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী।
শাপলার মনোমুগ্ধকর শোভা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। দুপুরের রোদে বা বিকেলের মৃদু বাতাসে সাদা শাপলার এই মেলা মনকে এক অন্যরকম শান্তির জগতে নিয়ে যায়।
স্থানীয়রা বলছেন, বিলটি বিরামপুর ছাড়িয়ে পার্শ্ববর্তী এলাকাতেও ব্যাপক সাড়া ফেলেছে এবং একটি জনপ্রিয় ভ্রমণ স্পট হিসেবে পরিচিতি পাচ্ছে। তবে একটি দুশ্চিন্তার বিষয়ও রয়েছে—অনেকেই ছবি তোলার জন্য ফুল ছিঁড়ে বিলের সৌন্দর্য নষ্ট করছেন।
প্রকৃতিপ্রেমীদের আহ্বান, "শাপলার সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু ছিঁড়বেন না। প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে রক্ষা করুন।"