মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

মাদকসহ আটকের পর ছেড়ে দেওয়া হলো কারবারিকে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৬, ২০২৫, ১০:৫০ এএম

মাদকসহ আটকের পর ছেড়ে দেওয়া হলো কারবারিকে

ছবি- সংগৃহীত

বিদেশি মদসহ আটকের পর এক মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক নায়েকের বিরুদ্ধে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নীলাদ্রীর ঘাট এলাকায় রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত নায়েক হলেন লিপ্টু চন্দ্র দেব, যিনি ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পে কর্মরত।

স্থানীয়দের অভিযোগ, রোববার সন্ধ্যায় নীলাদ্রীর ঘাটে মাদক বিক্রি করার সময় স্থানীয় মাদক কারবারি আব্দুল কাদির জিলানীকে পুলিশ আটক করে। জিলানী ট্যাকেরঘাটের লাকমার পল্লি চিকিৎসক ইদ্রিস আলীর ছেলে। আটক করার পর ঘাটের কিছুটা দূরে নিয়ে গিয়ে নায়েক লিপ্টু চন্দ্র দেবের সঙ্গে রফাদফার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, নায়েক লিপ্টুসহ ক্যাম্পের কয়েকজন পুলিশ সদস্য প্রকাশ্যে মাদক কারবারিদের সঙ্গে চলাফেরা ও সখ্য গড়ে তুলেছেন।

অভিযুক্ত নায়েক লিপ্টু চন্দ্র দেব তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “জিলানীর সঙ্গে কয়েক দিন চলাফেরা করার পর স্থানীয়দের সমালোচনার কারণে এখন আর তার সঙ্গে চলি না। তাকে মাদকসহ আটকের চেষ্টা করছে পুলিশ।” তিনি আরও জানান, ওইদিন তিনি অন্য এক আসামিকে গ্রেফতার করে থানায় গিয়েছিলেন।

এ বিষয়ে ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পংকজ দাস বলেন, “রোববার সন্ধ্যার পর নায়েক লিপ্টু একজন আসামিকে নিয়ে থানায় গিয়েছিলেন। এর আগে-পরে সে কী করেছে, সে বিষয়ে আমার জানা নেই।”