মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

রাজশাহীতে সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা, আহত ৮ জন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৬, ২০২৫, ১১:১৫ এএম

রাজশাহীতে সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা, আহত ৮ জন

ছবি- সংগৃহীত

রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কায় ৮ জন সেনা সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে মোহনপুর উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সেনাবাহিনীর টহল দলটি রাতে মোহনপুর এলাকায় টহলে ছিল। মোহনপুর মডেল টাউন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক এসে টহল গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়িটি এবং ট্রাক দুটিই সড়কের পাশের একটি খালে পড়ে যায়।

আহত আটজন সেনা সদস্যকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মোহনপুর থানার মডেল টাউন এলাকায় সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কার ঘটনায় ৮ জন সেনাসদস্য আহত হয়েছেন।”

ওসি আরও জানান, এই ঘটনায় এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি এবং আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।