মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

ট্র্যাকে পড়েও ভালো আছেন ইমরানুর, ভক্তদের আশ্বস্ত করলেন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৬, ২০২৫, ১০:৫৪ এএম

ট্র্যাকে পড়েও ভালো আছেন ইমরানুর, ভক্তদের আশ্বস্ত করলেন

ছবি- সংগৃহীত

সামার অ্যাথলেটিক্সে ২০০ মিটার স্প্রিন্টে দৌড়াতে গিয়ে ট্র্যাকে পড়ে গিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। তার এই আকস্মিক পতনে ভক্ত-সমর্থকদের মাঝে যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল, তা নিজেই দূর করেছেন এই অ্যাথলেট। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, আঘাত গুরুতর নয় এবং তিনি ভালো আছেন।

রোববার জাতীয় স্টেডিয়ামে সামার অ্যাথলেটিক্সের শেষ দিনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ২০০ মিটার স্প্রিন্টের ফাইনালে দৌড়ানোর সময় ট্র্যাকে হুমড়ি খেয়ে পড়েন ইমরানুর। এই দুর্ঘটনার কারণে তার ডাবল জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে মাঠের বাইরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে নৌবাহিনীর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এশিয়ান ইনডোরে স্বর্ণজয়ী এই অ্যাথলেট তার ভক্ত-সমর্থকদের আশ্বস্ত করে ফেসবুক পোস্টে লেখেন, "শুধু একটা আপডেট, আমি ভালো আছি, আশা করি আঘাতটা খুব বেশি গুরুতর নয়। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। খুব শিগগিরই দেখা হবে। ঘরের মাঠে প্রতিযোগিতা করা সব সময়ই দারুণ।"

উল্লেখ্য, এই আসরের ১০০ মিটার স্প্রিন্টে তিনি স্বর্ণ জিতে আবারও 'দ্রুততম মানব'-এর খেতাব ছিনিয়ে নিয়েছিলেন।