আগস্ট ২৬, ২০২৫, ১০:২৮ এএম
প্রিমিয়ার লিগের এক শ্বাসরুদ্ধকর ম্যাচে নিউক্যাসলকে ৩–২ গোলের ব্যবধানে হারিয়েছে লিভারপুল। এই জয়ে ইতিহাস গড়লেন লিভারপুলের ১৬ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রিও এনগুমোয়া, যিনি অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল করে দলকে এনে দিয়েছেন এক অবিস্মরণীয় জয়। এই গোলের মাধ্যমে তিনি লিভারপুলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নিজের নাম লিখিয়েছেন।
ম্যাচের একপর্যায়ে লিভারপুল ২–০ গোলে এগিয়ে থাকলেও, নিউক্যাসল হাল ছাড়েনি। তাদের দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ ২–২ গোলে সমতা ফিরে আসে। ৮৮ মিনিটে উইলিয়াম ওসুলার গোলে যখন ড্র নিশ্চিত মনে হচ্ছিল, ঠিক তখনই নাটকীয় মোড় নেয় খেলা। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে এনগুমোয়া গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন।
ম্যাচের ৩৫ মিনিটে রায়ান গ্রাভেনবার্চের গোলে লিভারপুল প্রথমে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই হুগো একিতিকে ব্যবধান দ্বিগুণ করেন। তবে ৫৭ মিনিটে ব্রুনো গিমারেসের গোলে ব্যবধান কমিয়ে আনে নিউক্যাসল। এরপর ৮৮ মিনিটে উইলিয়াম ওসুলার সমতা ফিরিয়ে আনলে ম্যাচটি নতুন করে জমে ওঠে। শেষ পর্যন্ত এনগুমোয়ার চমকপ্রদ গোলে লিভারপুল পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।