সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

সাবেক আইজিপিসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৪, ২০২৫, ০৫:০২ পিএম

সাবেক আইজিপিসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি

ছবি- সংগৃহীত

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যা ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি এ কে এম শহিদুল হকসহ চারজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

গ্রেফতার হওয়া যে চারজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে, তারা হলেন:

  • সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক

  • সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু

  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

  • পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম

আদালতে প্রসিকিউশনের পক্ষে গাজী এম এইচ তামিম এই বিষয়ে শুনানি করেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর, তাদের সময়ে সংঘটিত হত্যা-গণহত্যা ও গুমের মতো মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবি জোরদার হয়। এই মামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও অনেকের নাম রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে আজিজুল হক ইসলামাবাদী এই অভিযোগটি দায়ের করেন।

এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ নভেম্বর তারিখ ধার্য করা হয়েছে। বর্তমানে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ধরনের অপরাধের বিচার প্রক্রিয়া চলছে।